আমফানের ত্রাণ দুর্নীতি নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপি সভাপতি বলেন, “ঝড়ের জন্য তিন আর্থিক বছরে ২০১৩ থেকে ২০১৬, ত্রিপল কেনা নিয়ে ১৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে।” আমফানে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লোক দেখানো শোকজ করা হচ্ছে, এমনই অভিযোগ দিলীপের।

ত্রাণ দুর্নীতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ক্ষতিপূরণ-এর অর্থ নিয়ে নন্দীগ্রামে দুর্নীতি হয়েছে। নামখানায় ২০ লক্ষ টাকা ফেরত দিয়েছে, যারা নিয়েছিল। যে দুর্নীতি হয়েছে, তা তৃণমূল পার্টি, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সকলে জানে। কিন্তু জনমানসে বোঝানোর চেষ্টা হচ্ছে, দলের কিছু লোক দুর্নীতি করেছে। বাকিরা সবাই ঠিক আছে।”

দিলীপ ঘোষ অভিযোগের সুরে প্রশ্ন তুলে বলেন, “আমফানের ক্ষতিপূরণ এক হাজার কোটি টাকা কাদের দেওয়া হয়েছে, তার তথ্য কোথায়?” তাঁর আরও দাবি, কোনও তালিকা বিডিও অফিসে টাঙানো হয়নি।

Previous articleকেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজপথে বাম-কংগ্রেস
Next articleকরোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট