কলকাতার কনটেনমেন্ট জোন নিয়ে যা বললেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম

নতুন করে ঘোষিত কলকাতার কনটেনমেন্ট জোনগুলিতে আগামী ৯ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লকডাউন। আর সেই প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ্য করেছেন।

(১) শহরের বড় বড় বাজারগুলিতে পুলিশের কড়া নজরদারিতে পুলিশি পদক্ষেপ। যাতে বাজারগুলিতে যেন মানুষের খুব বেশি ভিড় না হয়।

(২) শহর কলকাতায় বস্তি এলাকার তুলনায় বড় বড় আবাসন বা ফ্যাটগুলিতে করোনা সংক্রমণ বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তার কারণ ফ্ল্যাট বা আবাসনগুলিতে কারও কারোনা পজিটিভ হলে তাঁরা যদি কলকাতা পুরসভাকে না জানায় সেক্ষেত্রে পুরসভার পক্ষে জানা সম্ভব হচ্ছে না। বরং, তাদের উচিত কলকাতা পুরসভাকে নিজে থেকে জানানো।

(৩) করোনা পজিটিভ রয়েছেন, এমন কেউ যেন অযথা বাড়ির বাইরে বের না হয়। এবং তাদের সঙ্গে যারা আছেন বাড়িতে তারাও যেন অযথা বাইরে বের না হয়।

(৪) মানুষ দরকারে বেরোলেও যেন সামাজিক দূরত্ব বজায় রাখে।

(৫) স্বাস্থ্যবিধি মেনে যেন প্রত্যেকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করেন।

Previous articleকরোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট
Next articleবিকাশের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর পোস্ট! তারপর?