সংঘর্ষের আবহে ৫০টি চিনা লগ্নির আর্জি ভারতে

লকডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। সমস্যায় পড়েছে একাধিক সংস্থা। এই অবস্থায় ভারতীয় সংস্থার উপর যাতে চিনের নজর না পড়ে তাই এপ্রিল মাসে প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতি বদল করে কেন্দ্র। এবার ৪০-৫০টি চিনা সংস্থা বিভিন্ন ক্ষেত্রে লগ্নির জন্য আবেদন জানিয়েছে। সূত্রের খবর এই আবেদন খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব দেশের স্থলসীমান্তের সঙ্গে ভারতের যোগ আছে, সেই সব দেশের সংস্থা বা ব্যক্তিকে দেশের সংস্থায় লগ্নি করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। এই তালিকায় রয়েছে চিন, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল ও আফগানিস্তানের নাম।

সূত্রের খবর, চিনা লগ্নিকারীদের বিনিয়োগের আবেদন খতিয়ে দেখতে চিনে ভারতীয় দূতাবাস-সহ বিভিন্ন সরকারি বিভাগ ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছে। তবে এক্ষেত্রে বহু ছাড়পত্র লাগবে বলে জানিয়েছেন এক সরকারি কর্তা। বর্তমান পরিস্থিতিতে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তবে এই তালিকায় কোন কোন সংস্থা রয়েছে তা অবশ্য জানা যায়নি।

Previous articleমাহি “নট আউট-৩৯”: সাক্ষী থেকে CSK, শুভেচ্ছা বন্যায় ভাসছেন ক্যাপ্টেন কুল
Next articleপশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজ্যজুড়ে শুরু লকডাউন পাঠশালা