ভিড় এড়াতে আলিপুর কোর্টে অভিনব উদ্যোগ

ভিড় এড়াতে আলিপুরের বিভিন্ন ট্রায়াল পুলিস কোর্টে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে৷ সপ্তাহের কাজের দিনগুলি আলাদা আলাদা থানার শুনানির জন্য ভাগ করা হয়েছে৷ এ ব্যাপারে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে৷ আদালত সূত্রে জানা গিয়েছে,

◾সোমবার – আলিপুর, বেহালা, পর্ণশ্রী, টালিগঞ্জ, বেহালা (মহিলা), ভবানীপুর, সরশুনা, টালিগঞ্জ (মহিলা), প্রগতি ময়দান, ক্যানিং, ক্যানিং (মহিলা) থানা এবং সিআইডি’র সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা হবে৷

◾মঙ্গলবার – নিউ আলিপুর, ঠাকুরপুকুর, হরিদেবপুর, চেতলা, চারু মার্কেট, তারাতলা, কালীঘাট, আনন্দপুর, নাদিয়াল, বিষ্ণুপুর, বজবজ, রবীন্দ্রনগর থানা ও সাইবার ক্রাইম (ডায়মন্ডহারবার)।

◾বুধবার – রিজেন্ট পার্ক, বাঁশদ্রোণী, তিলজলা, রবীন্দ্র সরোবর, কড়েয়া, কড়েয়া (মহিলা), গড়িয়াহাট, পঞ্চসায়র, সার্ভে পার্ক, মহেশতলা, ঝড়খালি কোস্টাল ও গোসাবা থানার মামলা।

◾বৃহস্পতিবার – লেক, বালিগঞ্জ, গড়ফা, নেতাজিনগর, কসবা, যাদবপুর, পূর্ব যাদবপুর, গার্ডেনরিচ, দক্ষিণ বন্দর, বাসন্তী, সুন্দরবন কোস্টাল ও নোদাখালি থানা৷

◾শুক্রবার – পাটুলি, পাটুলি (মহিলা), ওয়াটগঞ্জ, একবালপুর, পশ্চিম বন্দর, দক্ষিণ বন্দর, ওয়াটগঞ্জ (মহিলা), মেটিয়াবুরুজ, রাজাবাগান ও জীবনতলা থানার মামলা উঠবে।

Previous articleদেশে করোনা আক্রান্ত ছাড়ালো ৭ লক্ষ, মৃত্যু ২০ হাজার
Next articleভারত-চিন যুদ্ধ বাধলে কী করবে আমেরিকা? পড়ুন হোয়াইট হাউস কী বলল