‘চেনম্যান’ গ্রেফতারের নেপথ্যে সিভিক ভলেন্টিয়ার, উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ পুলিশের

চেনম্যানের খোঁজে দিশেহারা পুলিশ। সিভিক ভলান্টিয়ার অনির্বাণ ঘোষের উপস্থিত বুদ্ধির জেরে পুলিশ পাকড়াও করা হয়েছিল তাঁকে। কালনার মেদগাছি থেকে সহজপুর যাওয়ার রাস্তায় সাটপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

কী ঘটেছিল সেদিন?

লাল হেলমেট, লাল-কালো মোটরবাইক, বাইকের সাইডে ঝোলানো নাইলনের ব্যাগ। সন্দেহ হয় অনির্বাণের। তৎক্ষণাৎ মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন বুলবুলিতলা ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসারকে। ফরোয়ার্ড করেন কালনা থানার ওসিকেও। পুলিশবাহিনী সাটপুকুর পাড়ে পৌঁছয়। নাইলনের ব্যাগ থেকে মেলে লোহার রড, চেন।পুলিশ অফিসাররা গ্রেফতার করেন কামরুজ্জামানকে।জেরায় মহিলাদের ওপর একের পর এক হামলা ও খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। রাতারাতি রাজ্যের চোখে হিরো হয়ে যান সিভিক ভলেন্টিয়ার অনির্বাণ।

Previous articleমাস্ক, স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে সরিয়ে দিলো কেন্দ্র
Next articleকরোনা আতঙ্ক: শহরের বুকে অভিজাত আবাসনকে “সিল” করলো পুলিশ!