ভারতের জন্য কোন আশঙ্কার খবর শোনালেন মার্কিন গবেষকরা!

প্রতিষেধক না পেলে করোনা মহামারিতে ছারখার হতে পারে বিশ্ব। দ্রুত প্রতিষেধক না পেলে ২০২১-এর ফেব্রুয়ারি মাসে রোজ ভারতে ২ লক্ষ ৮৪ হাজার মানুষ আক্রান্ত হবেন। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের এই বিস্ফোরক দাবি। বর্তমানে যে হারে বাড়ছে সংক্রমণ, সেই হারকে মাথায় রেখে গবেষকদের দাবি, তাঁরা ৮৪টি দেশের ৬০% মানুষের উপর গবেষণা চালিয়েছেন। সেই সূত্রেই দাবি, আগামী কয়েক মাসে করোনার হামলা আরও বাড়বে। ২০২১ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে মহামারিতে আক্রান্তের সংখ্যা ২০-৬০ কোটিতে পৌঁছবে। যদিও দেশের চিকিৎসক মহল বলছেন, এটা অঙ্কের নিয়ম। হিসাব অনুযায়ী জুলাই মাসের মধ্যে শুধু রাজ্যে ৮ লক্ষ আক্রান্ত হওয়ার কথা ছিল। সেখানে সংখ্যাটা ৫.৫ লক্ষ। ফলে সাবধানতা আরও কঠোরভাবে মানলে, এই সংখ্যা মোটেই আতঙ্কের জায়গায় পৌঁছবে না।

Previous articleসারা রাজ্যে কনটেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা, একনজরে জেলার তালিকা
Next articleকোন কোন ক্ষেত্রে সিলেবাস কমাল সিবিএসই? দেখে নিন তালিকা