হুগলিতে লকডাউন কার্যকর করতে পথে প্রশাসন

বিকেল পাঁচটা থেকে রাজ্যের কনটেনমেন্ট জোনে কঠোরভাবে লকডাউন বলবৎ হচ্ছে। হুগলি জেলায় ১৪ টি পুর এলাকা এবং ৭ টি গ্রামীণ এলাকা কোটেনমেন্ট জোন হিসাবে চিহিত করা হয়েছে। ওই সব এলাকায় অত্যাবশ্যকীয় পণ্য যাতে কারো পেতে অসুবিধা না হয় তা প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে বলে জানিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র।
প্রতিনিয়ত এলাকাগুলোতে স্যানিটাইজেশনের কাজ চলছে। সকাল থেকেই পুরসভার পক্ষ থেকে ওইসব এলাকায় মাইকিং করে মানুষকে আতঙ্কগ্রস্ত না হয় সুস্থভাবে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কারো কোন রকম অসুবিধা হয় সঙ্গে সঙ্গে পুরসভাকে জানাতে বলা হয়েছে।স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সবমিলিয়ে সমস্ত রকম ব্যবস্থা প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকে রাখা
কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান, সরকারি নির্দেশ মেনে কড়া ভাবে লকডাউন করা হবে।

Previous articleবিধাননগরের কনটেনমেন্ট জোনে লকডাউনের প্রস্তুতি চূড়ান্ত
Next articleকেন এরকম আচরণ কুলভূষণের!