সমস্যা ছিল: দার্জিলিং জেলার বৈঠকের পরে স্বীকারোক্তি অরূপের

গোষ্ঠী কোন্দল সামাল দিতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক সারলেন দার্জিলিং জেলার পর্যবেক্ষক তথা পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান পর্যটনমন্ত্রী গৌতম দেব। প্রথমে সমতলের কর্মীদের নিয়ে, তারপর পাহাড়ের কর্মীদের নিয়ে বৈঠক করেন তাঁরা। পরে বৈঠক শেষে অরূপ বিশ্বাস স্বীকার করে নেন, দলে সমস্যা ছিল। কিন্তু আলোচনার মাধ্যমে তা মিটে গিয়েছে।

তিনি বলেন, “আমাদের দল গণতান্ত্রিকভাবে চলে। তাই সকলের কথা বলার অধিকার আছে। কিছু সমস্যা ছিল, আমাদের তা মিটে গিয়েছে”।

পাশাপাশি, তিনি জানান, এই লকডাউনে তৃণমূলই সকলের পাশে ছিল, বিজেপিকে খুঁজেও পাওয়া যায়নি।

Previous articleভ্যাকসিন-ট্রায়ালে ডাক পাওয়ার দাবি করা বিজেপি শিক্ষকনেতার কুকীর্তি ফাঁস
Next articleপরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্র লাভজনক সংস্থাকে বেসরকারিকরণ করছে, অভিযোগ সুদীপের