৭২ ছুঁলেন লিটল মাস্টার, শচীনের হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য

৭১ পূর্ণ করে ৭২-এ পা দিলেন লিটিল মাস্টার। শুভেচ্ছায় ভাসলেন সুনীল মনোহর গাভাসকার। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আইসিসি। বিসিসিআই ট্যুইট করে বলেছে, টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের গণ্ডি পেরোনো ব্যাটসম্যান। অভিষেক টেস্ট সিরিজেও সর্বোচ্চ ৭৭৪ রানের রানের রেকর্ডধারীর জন্মদিন। আর আইসিসি ১০হাজার রানের মালিকের প্রশংসা করে বলেছে, তিনি প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টের দুই ইনিংসে তিনবার সেঞ্চুরি করার রেকর্ড তৈরি করেছেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অভিষেক হয়েছিল সুনীল গাভাসকারের। ১২৫ টেস্টে ১০১২২ রান, গড় ৫১.১২ সেঞ্চুরি ৩৪টি। একদিনের ম্যাচ খেলেছিলেন ১০৮টি। ৩০৯২ রান, গড় ৩৫ ১৩, সেঞ্চুরি ১টি। ১৯৮৩ সালে দেশের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য। পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার। খোদ শচীন তেন্ডুলকর জন্মদিনে উপলক্ষে বলেছেন, দীর্ঘজীবী হোন সানিভাই। ছোটবেলা থেকে তাঁর আদর্শেই বড় হয়েছি।

দশ হাজারের মাইলস্টোন ছুঁয়ে

Previous articleকোয়ারেন্টাইন সেন্টারে মহিলার শ্লীলতাহানিকে কেন্দ্র করে রণক্ষেত্র ঢোলাহাট
Next articleবেসরকারিকরণ নয়, শুধু কিছু প্রাইভেট ট্রেন চলবে, দাবি রেলমন্ত্রীর