হঠাৎ কী হলো ধোনির? ম্যানেজার কেন একথা বললেন?

কী হলো মহেন্দ্র সিং ধোনির? যে এমডোর্সমেন্ট ধোনিকে বছরে কয়েক শো কোটি টাকা দিত সেই বিজ্ঞাপনে আপাতত আর করবেন না। ধোনির বন্ধু কাম ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, ধোনি আপাতত কোনও ব্র‍্যান্ড আর প্রোমোশন করবেন না। কেন? রাঁচির ফার্ম হাউসে গোটা লকডাউন পিরিয়ড কাটানো ধোনি কিন্তু মুখে কুলুপ দিয়েছেন। একটি মহলে শোনা যাচ্ছে আসলে ধোনির বেশিরভাগ এনডোর্সমেন্ট কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। ক্রিকেট না খেলার কারণে ধোনিকে গ্রেডেশনের বাইরে রাখলেও বিজ্ঞাপন জগতে ধোনি প্রায় ২০টি প্রোডাক্ট এনডোর্স করেন। বছরে যা থেকে প্রায় ১৯০-২০০ কোটি টাকা উপার্জন করেন। প্রতি প্রোডাক্ট বছরে ৮-১০ কোটি টাকা। এবার নতুন করে চুক্তি হবে। সেখানে সব প্রোডাক্ট তাঁর সঙ্গে নাও থাকতে পারে। অন্যদিকে ধোনিও প্রত্যেক এনডোর্সমেন্টে তাঁর পারিশ্রমিক বাড়াতে চাইছেন। শোনা যাচ্ছে নিজের সুপার মার্কেটের চেন ব্যবসা এবার জমিয়ে করতে চান।

Previous articleBig Breaking: পরীক্ষা বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
Next articleগোপনাঙ্গ-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষত, সোনারপুরে নৃশংসভাবে খুন বাবা-মেয়ে