জি বাংলার শুটিং বন্ধের নির্দেশ, কিন্তু কেন?

স্টুডিও কনটেনমেন্ট জোনে। সেই কারণে শুটিং বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে 9 জুলাই থেকে ফের কড়া লকডাউন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে রাজারহাটের খামার মৌজা। সেখানেই রয়েছে জি বাংলা স্টুডিও। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা দেশের মধ্যে বাংলাতে শুরু হয়েছে শুটিং। আর এই স্টুডিওটি কনটেনমেন্ট জোনে থাকা সত্ত্বেও সেখানে শুটিং চলছিল। এ খবর পরিবেশন করেছিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। সেখানে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছেন বিডিও। এই বিষয়ে রাজারহাট থানাকেও উপযুক্ত পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleস্বজনপোষণ ? বলিউডে এবার শাহেনশা’র নাতিও
Next articleঅশোক সুস্থ, আক্রান্ত প্রাক্তন ডেপুটি মেয়র