মুম্বইয়ের শপিং মলে আগুন নেভাতে রোবট নামালো দমকল

আজ, শনিবার সাতসকালে মুম্বইয়ের এক শপিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। বোরিভালিতে অবস্থিত শপিং এই সেন্টারটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে চারদিকের এলাকায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যা এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। আগুন ছড়িয়ে পড়েছে বিল্ডিংয়ের উপরের তলাতেও। আগুন নিয়ন্ত্রণে তাই এবার দমকল কর্মীদের পাশাপাশি নেমেছে রোবটও। দমকলের দাবি, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে এই রোবট খুব কার্যকরী।

এছাড়া দমকলের কমপক্ষে ১৪টি ইঞ্জিন এবং ১৩টি জাম্বো ট্যাংকার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে।

বোরিভালির ওই শপিং সেন্টারে সাতসকালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কমপক্ষে ১৪টি ইঞ্জিন। ভোরবেলা আগুন লগায় শপিং সেন্টারটি ফাঁকা ছিল। তাই এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বিল্ডিং-এর বেসমেন্ট থেকেই প্রথম আগুন ছড়ায় বলে জানিয়েছেন দমকলের মুখ্য আধিকারিক।

Previous articleবাংলায় গুণ্ডা নয়, বিরোধীদের উপর গুলি চলে! বিকাশ দুবে ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপের
Next articleআগের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্ত ২৭,১১৪ ও মৃত ৫১৯