এই নিয়ে তৃতীয়বার, ওড়ার সময় ব্যর্থ চিনের রকেট

প্রতীকী ছবি

ওড়ার সময় ব্যর্থ চিনা রকেট। ধ্বংস হলো ৬ টি স্যাটেলাইট। শুক্রবার Kuaizhou-11, লঞ্চ করে। কিন্তু যান্ত্রিক গোলোযোগের কারণেই ওড়ার পরই ভেঙে যায় সেটি।

২০১৮-তে এটি প্রথম লঞ্চ করার কথা ছিল। এরপর ২০১৯-এও ইঞ্জিন টেস্টের সময়ও একটি ব্যর্থ হয়। এই নিয়ে এবছর তৃতীয়বার মহাকাশ অভিযানে ব্যর্থ হল চিন।

Previous articleফেসবুক লাইভে এসে ফের বিস্ফোরণ রাজীবের
Next articleবিশ্ব জনসংখ্যা দিবস: ২১০০ সালে দুনিয়ায় বাস করবে ১১০০ কোটি মানুষ