Monday, January 12, 2026

বিশ্বভারতীর উপাচার্য সহ আধিকারিকদের উদ্দেশে ‘নিরুদ্দেশ’- এর ব্যানার বোলপুরে

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একাধিক আধিকারিকের উদ্দেশে ব্যানার টাঙানো হলো বোলপুরের চৌরাস্তা মোড়ে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার বোলপুর চৌরাস্তা মোড়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, কর্মী মণ্ডলের যুগ্ম সম্পাদক কিশোর ভট্টাচার্য, যুগ্ম কর্মসচিব সঞ্জয় ঘোষ, শিক্ষক গৌতম সাহা, জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ও সুব্রত মণ্ডলের ছবি দিয়ে ব্যানার টাঙানো হয়। ওই ব্যানারের উপরের দিকে লেখা ‘নিরুদ্দেশ সম্পর্কে বিশেষ ঘোষণা’। ছবির ঠিক নিচেই ছাপানো লেখা “উপরিউক্ত বিশেষ ব্যক্তিবর্গ ২০১৯ সালে পৌষ মেলার দোকানদারদের মাল লুণ্ঠনকারী ও মহিলা শ্লীলতাহানি কারী যাহা বোলপুর আদালতে বিচারাধীন। মামলার নং ১৪/২০২০ ধারা ৩৫৮ বি / ৫০৬/ ৩২৩/ ৩৪। এই ব্যক্তিবর্গ বর্তমানে নিরুদ্দেশ আছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি এঁদের সন্ধান দিতে পারেন, তাঁর জন্য তাহাকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে।”

শহরের ব্যস্ততম এলাকায় কে বা কারা এই ব্যানার রেখে গেল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। কিশোর ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি বলেন, “যা বলার উপাচার্যর সঙ্গে কথা বলে বলব।”

এদিকে বোলপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল সিং বলেন, “কে বা করেছে এটা জানা নেই। তবে যাঁরা এই কাজ করেছে, তাঁদের প্রতি আমাদের সমর্থন আছে। কারণ এই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে আদালতে। পুলিশ বলছে, পাওয়া যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই নিরুদ্দেশ।”

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...