ভিলেনদের মতো করোনাকে হারাবেন বিগ বি, আরোগ্য কামনায় ভক্তদের যজ্ঞ

সিনেমায় ভিলেনরা হার মেনেছেন হিরোর কাছে। খলনায়কদের মত করোনাকেও কাবু করবেন বিগ বি। এই আশাতেই হোম যজ্ঞ করলেন অমিতাভ বচ্চনের ভক্তরা । রবিবার উত্তর কলকাতায় ৩০০ বছরের বেশি পুরনো হাতিবাগানের বড় ঠাকুর মন্দিরে সেই যজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত,  শনিবার রাতে অমিতাভ বচ্চন নিজেই সোশ্যাল মিডিয়ায় অগণিত ভক্তদের জানান, তাঁর শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। তারপরে বিশ্ব জুড়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাঁর  গুণমুগ্ধরা।

কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। যখন তিনি সুপারস্টার হননি, তার আগে থেকেই এই শহরে তাঁর যোগাযোগ। এই শহরের বুকেই শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। চলচ্চিত্র জগতেও হাতে খড়িও হয়েছিল কলকাতা থেকেই। তাই অমিতাভের শরীরে করোনা থাবা বসিয়েছে শুনে সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করে শুরু হয় যজ্ঞ। কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাতিবাগানের কৃষ্ণরাম বোস স্ট্রিটের ৩০০ বছরের পুরনো শিব মন্দিরে রবিবার অমিতাভের সুস্থতার জন্য হোম যজ্ঞ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই হোম যজ্ঞ। সকাল ১১টা থেকে শুরু হয়ে প্রায় দু-ঘন্টা ধরে চলে প্রার্থনা।

Previous articleযে সাজানো বাড়িতে ইরফান আর ফিরবেন না!
Next articleএকগুচ্ছ নির্দেশিকা জারি করে খুলল মন্দিরের দরজা