কং নেতৃত্বের বিলম্বিত বোধোদয় নিয়ে মোক্ষম খোঁচা সিব্বলের

ঘটনা ঘটে যাওয়ার পর তৎপরতা দেখিয়ে লাভ কী? আস্তাবল থেকে ঘোড়ারা পালিয়ে যাওয়ার পর কি আমাদের ঘুম ভাঙবে? তার আগে নয়? বারবার এই একই প্রবণতা খুবই উদ্বেগের। রাজস্থানে কংগ্রেস সরকারের সংকট নিয়ে দলীয় নেতৃত্বকে ঘুরিয়ে মোক্ষম খোঁচা দিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলটের বিদ্রোহে ফের একবার প্রশ্নের মুখে গান্ধী পরিবার। কংগ্রেসের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও কেন তাঁরা দলকে ঐক্যবদ্ধ রাখতে পারছেন না, সেই প্রশ্ন উঠছে। এবার কড়া টুইটে সোনিয়া, রাহুলের মত নেতৃত্বের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন দলের প্রভাবশালী নেতা কপিল সিব্বল।

 

 

Previous article“বিনা চিকিৎসায় ছাত্রের মৃত্যু: দুই সুপারের শাস্তি চাই”
Next articleভূতের ভয়ে মৃত্যু নাকি খুন? ধোঁয়াশা পোস্টমর্টেম রিপোর্টেও! নিউ আলিপুর কাণ্ডে দিশেহারা পুলিশ