Tuesday, May 13, 2025

সংকটজনক রোগীদের বাঁচাতে নতুন দিশা দেখাচ্ছে হাতে তৈরি ৩৫০০ টাকার ভেন্টিলেটর

Date:

সময় যত এগোচ্ছে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সংকটজনক রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জানেন কী? এই সংকটজনক রোগীদের বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি, তাহল ভেন্টিলেটর। আর এই ভেন্টিলেটর মাত্র 3500 টাকায় তৈরি করে তাক লাগিয়ে দিলেন বায়ুসেনার বিশ্বরেকর্ডধারী পাইলট তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ডিরেক্টর জয় কিষাণ ও তার সতীর্থরা।
এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে অ্যাম্বু ব্যাগ। পাহাড়ের অ্যাম্বুলেন্স ও গ্রামে এই ভেন্টিলেটর সহজেই ব্যবহার করা সম্ভব । ব্যাটারি এবং বিদ্যুৎ দুভাবেই চলতে পারে এই কম দামি ভেন্টিলেটর। নিশ্চয়ই ভাবছেন কী আছে এতে? জানা গিয়েছে, একটি মোটরের সাহায্যে এই অ্যাম্বু বাগ চালানো হয়। সঠিক পরিমাণে এবং নির্দিষ্ট চাপে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে একেবারে নির্ভুলভাবে। আসলে দার্জিলিংয়ের বহু গ্রাম প্রত্যন্ত এলাকায় হওয়ায়, সেখানকার কোনও রোগীর পরিস্থিতি সংকটজনক অবস্থায় পৌঁছালে তাঁকে সহজে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই ভেন্টিলেটর নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবিষ্কর্তার সতীর্থরা জানিয়েছেন, জয় কিষাণ স্যার যুদ্ধবিমান চালিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর পড়াশোনা ফিজিক্স নিয়ে। আর সেই কারণেই সহজে তার পক্ষে এই ধরনের যন্ত্র আবিষ্কার করার জন্য গাইড করা সম্ভব হয়েছে। খোদ জয় কিষাণ জানিয়েছেন, এই যন্ত্রটি তৈরি করার নেপথ্যে আমার মূল লক্ষ্য ছিল কত কম খরচে মানুষের জীবন বাঁচানো যায়। সেই উদ্দেশ্য নিয়েই পথ চলা শুরু করেছে অ্যাম্বু ব্যাগ। মানুষের প্রাণ বাঁচলে আমার প্রচেষ্টা সার্থক রূপ পাবে।

Related articles

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...

ব্রাজিলের গুস্তাভো হেনরিককে আনার পথে ইস্টবেঙ্গল

নতুন মরসুমে দল গঠনে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিককে(Gustavo Henrique) নেওয়ার পথে ইস্টবেঙ্গল।...

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam)...
Exit mobile version