রাহুলের সঙ্গে কোনও বৈঠকের কথা নেই, দাবি পাইলটের

রাজস্থান সংকটে কংগ্রেসের উদ্বেগ এখনও পুরোপুরি কাটল না। আর তা বাড়ল বিদ্রোহী শচীন পাইলটের মন্তব্যেই। এনডিটিভিকে তিনি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাতের কোনও কর্মসূচি নেই। এরপরই প্রশ্ন উঠেছে তাহলে এবার কী করবেন পাইলট? কংগ্রেসের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করবেন নাকি নতুন দল গড়ার চেষ্টা চালাবেন? যদিও কংগ্রেস সূত্রের বক্তব্য, মুখে বিজেপিতে যাব না বললেও তাঁর সঙ্গে বিজেপি নেতাদের কথা চলছে।

Previous articleপুরনো ইনসাসের দিন শেষ, ভারতীয় জওয়ানদের হাতে এবার অ্যাসল্ট রাইফেল
Next articleতপন ঘোষ এবং কুমিরের কান্না,কণাদ দাশগুপ্তর কলম