পুরনো ইনসাসের দিন শেষ, ভারতীয় জওয়ানদের হাতে এবার অ্যাসল্ট রাইফেল

পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার আবহ কিছুটা কম। কিন্তু সামরিক দিক থেকে প্রস্তুতি নিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত। তাই আরও ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে ভারতীয় সেনা৷ প্রথম দফায় বরাদ হয়েছিল এই রাইফেলগুলি।

ভারতীয় সেনা সূত্রে খবর, নর্দান কমান্ড সহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলি তুলে দেওয়া হয়েছে৷ বর্তমানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলের বদলে বাহিনীর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলগুলি তুলে দেওয়া হবে৷ সব মিলিয়ে দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল দেওয়া হবে সেনাবাহিনীর হাতে।

Previous articleসতর্কতা: কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির
Next articleরাহুলের সঙ্গে কোনও বৈঠকের কথা নেই, দাবি পাইলটের