ছেলের দেহের ময়নাতদন্তের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাবা-মা। মঙ্গলবার তারা আদালতে এ বিষয়ে মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু করবেন। এদিকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হাইকোর্ট ক্যান্সেলশন অফ বেঞ্চ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে তবে স্পেশাল বেঞ্চে জন্য আবেদন করার চেষ্টা করছে পরিবার। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে আবেদন জানাবেন।

এদিকে এখনও শুভ্রজিতের দেহ পরিবারের হাতে দেওয়া হয়নি।
