২২শে মার্কশিট নিতে মানতে হবে একাধিক শর্ত

আগামী ২২জুলাই সকাল দশটা থেকে স্কুলগুলি থেকে মার্কশিট দেওয়া হবে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানালেন, মার্কশিট এবং সার্টিফিকেট স্কুল থেকে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু নিয়মনীতি মানার কথা বলা হয়েছে। প্রথমত ক্যাম্প অফিসগুলি স্যানিটাইজ করতে হবে, একইসঙ্গে স্কুলগুলিও। স্কুলে যেখান থেকে মার্কশিট দেওয়া হবে সেখানে অভিভাবকদের মধ্যে দূরত্ব রাখতে হবে, মাস্ক পরে আসতে হবে সকলকে, রাখতে হবে স্যানিটাইজার। এই নিয়মনীতি একদিকে যেমন স্কুলগুলিকে মানতে হবে, তেমনি অভিভাবকদেরও মানতে হবে।

Previous articleমাধ্যমিকে সফলদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Next articleমরুঝড়ের কারণ গেহলট-পুত্র ? কণাদ দাশগুপ্তর কলম