দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী অথবা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী অথবা অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান,নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম , দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদ,
ঝাড়গ্রামে বজ্রবিদ্য়ুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মৌসুমী অক্ষরেখা এখন অমৃতসর, চণ্ডীগর, জামশেদপুর এবং তারপর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।যদিও আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে উত্তরবঙ্গে ।

Previous articleবিধায়কের রহস্যমৃত্যুতে খুনের অভিযোগই এনেছে CID
Next articleএবার ভরসা জোগাবে অত্যাধুনিক ‘‌জিও গ্লাস