দ্বিচারী কেন্দ্র, সাবান স্যানিটাইজারে ১৮% জিএসটি! প্রতিবাদ বামেদের

কেন্দ্রের নীতি নিয়ে প্রশ্ন তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সাবান বা হ্যান্ড স্যানিটাইজারের উপর ১৮% জিএসটির জিএসটি চাপিয়েছে। গোয়ার মামলায় ১২% জিএসটির কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ১৮% জিএসটি রেখেছে। সেলিমের প্রশ্ন, কেন্দ্রের সরকারের অদ্ভুত নীতি, একদিকে বলছে, এই পরিস্থিতিতে সাবান, অ্যালকোহল বেসড স্যানিটাইজার এখন বাধ্যতামূলক নিত্য প্রয়োজনীয়। অথচ অন্যদিকে জিএসটি না কমিয়ে বাড়িয়ে চলেছে। আত্মনির্ভরতার বদলে আমদানির পরিস্থিতি তৈরি করছে। আমরা সরকারের এই দ্বিচারী নীতির তীব্র নিন্দা করছি।

Previous articleআজ রাতেই পাইলটের মামলার শুনানি হবে রাজস্থান হাইকোর্টে
Next articleবাড়ছে সংক্রমণ: রাজ্যে চার হাজার বেড বাড়াচ্ছে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর