আজ রাতেই পাইলটের মামলার শুনানি হবে রাজস্থান হাইকোর্টে

রাজস্থানের প্রাক্তণ উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং আরও ১৮ জন কংগ্রেস বিধায়কের দায়ের করা মামলার শুনানি হবে আজ, বৃহস্পতিবার রাতেই৷

রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে৷ এর কারন, পাইলট ও বাকি ১৮ বিধায়ককে স্পিকার নির্দেশ দিয়েছিলেন ৪৮ ঘন্টার মধ্যে শো-কজের উত্তর দিতে৷ শুক্রবারই এর মেয়াদ শেষ হচ্ছে৷

আজ, বৃহস্পতিবার, বিকেল ৩টে নাগাদ বিচারপতি সতীশচন্দ্র শর্মার এজলাশে প্রথম এই মামলাটি রুজু হয়েছিলো৷
কিন্তু আইনজীবী হরিশ সালভে নতুন করে আবেদন করার জন্য সময় চান। এরপর বিকেল ৫টা নাগাদ সংশোধিত হলফনামা আদালতে জমা পড়ে৷
প্রসঙ্গত, কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার হুইপ অমান্য করায় কংগ্রেসের চিফ হুইপ মহেশ যোশি, পাইলট-সহ ১৯ বিধায়কদের সদস্য পদ খারিজ করার অনুরোধ করে স্পিকারকে চিঠি দেন৷ এর পরই স্পিকার এই ১৯ জন বিধায়ককে শো-কজ নোটিস পাঠিয়েছেন। পাইলট শিবিরের যুক্তি, যে সংসদ বা বিধানসভা অধিবেশন চলাকালীনই একমাত্র দলীয় হুইপ প্রযোজ্য হবে। ওই দু’দিন বিধানসভার অধিবেশন ছিলোনা৷

Previous articleঅমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চাইলেন অভিনেতার বান্ধবী রিয়া
Next articleদ্বিচারী কেন্দ্র, সাবান স্যানিটাইজারে ১৮% জিএসটি! প্রতিবাদ বামেদের