১০ অগাস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে রাজ্যের কলেজগুলিতে

মহামারি আবহেই রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সারবে উচ্চ শিক্ষা দফতর। তবে ভর্তি প্রক্রিয়ার জন্য কাউকে কলেজে উপস্থিত হতে হবে না। গোটা প্রক্রিয়া হবে অনলাইনে। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে-

▪️রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১০ অগাস্ট থেকে।

▪️ পুরো ভর্তি প্রক্রিয়াটাই সম্পন্ন হবে অনলাইনে।

▪️ কোনও পড়ুয়া সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে পড়ার যোগ্যতা অর্জন করলে কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দেবে।

▪️মেরিট লিস্টের ভিত্তিতে ব্যাঙ্কে টাকা জমা দেবে ছাত্রছাত্রীরা।

▪️ক্লাস শুরুর আগে কোনও পড়ুয়াকে কলেজে আসতে হবে না।

▪️ক্লাস শুরু হওয়ার পর সংশ্লিষ্ট পড়ুয়াদের নথিপত্র যাচাই করা হবে।

Previous articleবেতন হ্রাসের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার, প্রতিবাদ পাইলটদের
Next article১৮ জুলাই অভিষেকের ফেসবুক লাইভ, আগ্রহে অপেক্ষা করছেন দলের কর্মী-সমর্থকরা