১৮ জুলাই অভিষেকের ফেসবুক লাইভ, আগ্রহে অপেক্ষা করছেন দলের কর্মী-সমর্থকরা

রাজ্যের এই বৃহত্তর সংকট এবং একুশে জুলাইয়ের প্রাক্কালে বাংলার মানুষের মুখোমুখি হচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী শনিবার, ১৮ জুলাই, বেলা ১১টায় তিনি সরাসরি ফেসবুক-লাইভে আসছেন৷ এই লাইভ অনুষ্ঠান নিয়ে প্রচারে নেমেছে দলের কর্মীরা৷ এই লাইভ, দর্শকসংখ্যার নিরিখে রেকর্ড গড়তে পারে৷ ওইদিন অভিষেক কী বলবেন, তা নিয়ে দলের অভ্যন্তরেও তুমুল কৌতূহল সৃষ্টি হয়েছে৷

তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ওইদিন দলের বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের আগামী দিনের পথনির্দেশও করবেন৷ প্রসঙ্গত, মহামারির আবহে এই প্রথমবার তৃণমূল ২১জুলাইয়ের শহিদ-স্মরণ সমাবেশ স্থগিত করেছে৷ ওইদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা,কর্মী, সমর্থকদের বার্তা দেবেন ফেসবুক লাইভের মাধ্যমেই৷

Previous article১০ অগাস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে রাজ্যের কলেজগুলিতে
Next articleরাজ্যে একদিনে করোনা আক্রান্ত আরও ১৬৯০ জন, বাড়ছে উদ্বেগ