শতাব্দী প্রাচীন হাওড়া ব্রিজের বদলে গেল সাইনবোর্ড!

বদলে গেল শতাধিক বছরের সাইন বোর্ড। এতদিন হাওড়া ব্রিজের দেখভাল করত কলকাতা পোর্ট ট্রাস্ট। সেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর সাইনবোর্ড বদল গেল শুক্রবার। বদল হলো কী?

শুক্রবার বিকেলে কলকাতা পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে একটি নতুন বোর্ড লাগানো হল রবীন্দ্র সেতুতে। খুলে নেওয়া বোর্ডে রবীন্দ্র সেতুর নীচে লেখা ছিল, মেনটেন্ড বাই কলকাতা পোর্ট ট্রাস্ট। নতুন বোর্ডে রবীন্দ্র সেতুর নীচে লেখা থাকছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। লকডাউনের আগে রাজ্যে প্রধানমন্ত্রী এসে এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। সেবারেই তিনি পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান থেকে ঘোষণা করেন, কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তন হচ্ছে। নতুন নাম হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শহরের প্রবেশদ্বার হাওড়া ব্রিজে এতদিন রবীন্দ্র সেতু লেখা বোর্ডে থাকত কলকাতা পোর্ট ট্রাস্টের নাম। আজ, ১৭জুলাই কর্তৃপক্ষের তরফে সেই বোর্ড খুলে নতুন বোর্ড লাগানো হয়। ফলে দীর্ঘ ইতিহাসের পরম্পরা বদলে গেল।

Previous articleবীরভূমকে বীর-ভূমি বানিয়েছেন রাজেশ ওরাওঁ: রাজ্যপাল
Next article৫০০-তে ৪৯৯: ফল দেখে আপ্লুত হুগলির ঐক্য