বহু প্রতীক্ষার পর আজ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা প্রকাশ না হলেও সম্ভাব্য স্থানাধিকারীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র ঐক্য বন্দ্যোপাধ্যায়।

চুঁচুড়া আমড়াতলা গলির বাসিন্দা ঐক্য। মহামারি আবহে মেধা তালিকা প্রকাশ না হলেও ছাত্রের মনে কোনও খেদ নেই। ঐক্য জানিয়েছেন, আগামিদিনে সে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়। পরীক্ষা ভাল হলেও ৫০০-র মধ্যে ৪৯৯ পাবেন এতটা আশা করেননি তিনি। তাঁর কথায়, এই সাফল্যের পিছনে বাবা মা ও গৃহশিক্ষকদের অবদান রয়েছে।