এবারের উচ্চমাধ্যমিকে কলকাতার পাশাপাশি ভালো ফল জেলারও

আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল।
উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, এবারের রেকর্ড পাসের হার ৯০.১৩% ।ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস।
সবচেয়ে ভাল ফলাফল কলকাতার পরীক্ষার্থীদের। এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় পাশের হার সবচেয়ে বেশি। প্রথম বিভাগে পাশ করেছে ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী। এবছর কোনও ফলাফল অসম্পূর্ণ নেই বলে জানিয়েছেন সংসদ সভানেত্রী। গত বছরের তুলনায় ৪ শতাংশের বেশি পাশের হার।
উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি
৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬।

Previous articleউচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleমিল্লি আল আমিনের সভাপতি জাভেদ খান