অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরুর আগে ভূমিপুজোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সময় চাইবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। শনিবার ট্রাস্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভূমিপুজো উপলক্ষ্যে ৩ অথবা ৫ অগস্টের মধ্যে প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী কোনও একটি দিন বেছে নেওয়ার আর্জি জানাবে ট্রাস্ট। আগামী সাড়ে তিন বছরের মধ্যে বহু প্রতীক্ষিত রামমন্দির নির্মাণ সম্পূর্ণ করতে চায় দায়িত্বপ্রাপ্ত ট্রাস্ট। এজন্য দেশের দশ কোটি পরিবারের কাছে মন্দির নির্মাণের জন্য অর্থ দানের অাবেদন করা হবে।
