মহামারি পরিস্থিতিতে নির্বাচনী প্রচার কীভাবে? রাজনৈতিক দলগুলির মতামত চাইল কমিশন

বিশ্ব মহামারির অভূতপূর্ব পরিস্থিতিতে নির্বাচনী প্রচারকাজ কীভাবে হবে? সোশ্যাল ডিসট্যান্সিং মেনে কীভাবে হবে জনসংযোগ? এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি কি ভার্চুয়াল মাধ্যমেই জনসমাবেশ করবে? সংক্রমণ এড়িয়ে রাজনৈতিক প্রচার কৌশলের পদ্ধতি নিয়ে এবার দেশের সব জাতীয় ও আঞ্চলিক দলের মতামত জানতে চাইল ভারতের নির্বাচন কমিশন। চিঠি পাঠিয়ে কমিশন বলেছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত প্রস্তাব, পরামর্শ জমা দিক রাজনৈতিক দলগুলি।

Previous articleহরিয়ানার রোহতকে শুরু হল করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল
Next articleধাপায় আরও দুটি চুল্লি, পুজোর আগেই শেষ করার চ্যালেঞ্জ