Wednesday, December 3, 2025

বিধাননগর পুরনিগমের উদ্যোগে ‘সেফ হোম’ এবার নিকো পার্ক

Date:

Share post:

উপসর্গহীন ভাইরাস আক্রান্তদের জন্য সেফ হোমের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার শহরের বুকে অতিপরিচিত নিকো পার্ককে বদলে ফেলা হলো সেফ হোমে। বিধাননগর পুরনিগমের উদ্যোগে এই কাজ করা হয়েছে।

৯০-এর দশকে তৈরি হয় এই অ্যামিউসমেন্ট পার্কটি। সারা বছরই ভিড় থাকে এই পার্কে। জয় রাইডের আনন্দ নিতে বাচ্চা থেকে বড় গিয়ে থাকেন নিকো পার্কে। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পরই বদলে গিয়েছে সেই চিত্র। বন্ধ হয়ে যায় নিকো পার্কের দরজা। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়াবে তারা। পার্কের রয়্যাল কোর্টইয়ার্ড বিয়ে বা জন্মদিনের মতো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। ওই হলটি দেওয়া হয় প্রশাসনকে। ওই হলকে সেফ হোমে পরিণত করেছে বিধাননগর পুরনিগম। ইতিমধ্যেই ৬০টি বেড নিয়ে এই পরিষেবা শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, ভিন রাজ্য থেকে যখন পরিচয় শ্রমিকরা ফিরছিলেন, তখনই ওই হলকে প্রশাসনের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। সেটিকে করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। সে কোয়ারেন্টাইন সেন্টার এবার বদলে হলো সেফ হোম। বিধাননগর পুরনিগম সূত্রে খবর, সংশ্লিষ্ট অঞ্চলে যেসব পরিবার ছোট বাড়িতে থাকে এবং যাদের সামান্য উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকা সম্ভব নয়, এমন পরিবারের সদস্যদের সেফ হোমে রাখা হচ্ছে। পুরনিগমের মেয়র পারিষদ প্রণয় কুমার রায় বলেন, ১৪ দিন রাখা হবে সেফ হোমে। চিকিৎসা ব্যবস্থা সহ এই ব্যয়ভার বহন করবে পুরনিগম।

spot_img

Related articles

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই...

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...