ক্রীড়াপ্রেমীরা স্টেডিয়ামে গিয়েই খেলা দেখতে পারবেন, অনুমতি ব্রিটিশ প্রশাসনের

ঘরে বসে টিভিতে খেলা দেখতে হবে না আর। স্টেডিয়ামে গিয়ে দর্শকাসনে বসে খেলা দেখতে পারবেন ক্রীড়াপ্রেমীরা জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার একথা ঘোষণা করেছেন তিনি। সঙ্গে তিনি এও জানিয়েছেন, মানতে হবে একাধিক বিধিনিষেধ। দু’জন দর্শকের মধ্যে ফাঁকা জায়গা রাখতে হবে। মাস্ক, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। কারও শরীরে করোনা উপসর্গ থাকলে তাঁকে স্টেডিয়ামে না আসতে অনুরোধ করা হয়েছে।

বরিস জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইংল্যান্ডের ক্রীড়াক্ষেত্র দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা। তার আগে পাইলট প্রজেক্ট হিসেবে আগামী সপ্তাহে কয়েকটি স্টেডিয়াম খুলে দিতে চান তিনি। শুরু হবে ক্রিকেট দিয়েই। ২৬-২৭ জুলাই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। সেখানে ম্যাচ দেখার অনুমতি পাবেন ক্রিকেটাররা। এরপর বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ, ঘোড়দৌড়ের মতো কিছু ইভেন্টেও দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে, ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল মাঠে এখনও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী সপ্তাহে শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের চলতি মরশুম। চলতি সপ্তাহে ঐতিহাসিক এফএ কাপের সেমিফাইনালও আছে। তবে কোনও ইভেন্টেই মাঠে দর্শক ঢুকতে পারবেন না।

Previous articleরেকর্ড ভেঙে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,১৯৮, সংক্রমণ ছাড়ালো ৪০ হাজার
Next articleব্যাট হাতে দর্শককে মারতে গিয়েছিলেন পাক-ক্রিকেটার ইনজামাম! রহস্য ভেদ ২৩ বছর পর