রেকর্ড ভেঙে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,১৯৮, সংক্রমণ ছাড়ালো ৪০ হাজার

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার যা হলো, তা কল্পনার বাইরে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,১৯৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এর ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪০,২০৯ জন।

এই ২৪ ঘন্টাসময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ২৭ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭৬। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৫,৫৯৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,২৮৬ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২৩,৫৩৯।

Previous articleসংখ্যালঘু ভোটের ৫% টার্গেট করে আসরে এবার RSS-এর ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’
Next articleক্রীড়াপ্রেমীরা স্টেডিয়ামে গিয়েই খেলা দেখতে পারবেন, অনুমতি ব্রিটিশ প্রশাসনের