অভিষেকের চাপে নরম সিইএসসি, ঘোষণা ছাড়ের

অবশেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপের মুখে সুর নরম করতে বাধ্য হল সিইএসসি। তারা জানিয়েছে, আপাতত এপ্রিল ও মে মাসের ইউনিট খরচ স্থগিত রাখা হল।এখনই সেই বাড়তি মাসুল দিতে হবে না গ্রাহকদের। শুধুমাত্র জুনের ইউনিট খরচটুকু দিলেই হবে। পাশাপাশি, বাড়ানো হয়েছে বিল মেটানোর মেয়াদও। টুইট করে এই কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, সিইএসসি কলকাতার মোট ৩৩ লাখ গ্রাহকের মধ্যে ২৫.৫ লক্ষ গ্রাহককে মাসুল মকুবের কথা ঘোষণা করেছে। জিতল কলকাতা। সিইএসসির এই সিদ্ধান্তের বিষয়টি “কলকাতার জয়” বলে বর্ণনা করেছেন অভিষেক। এই খবরে আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রাহকরা।

 

Previous articleফের বিস্ফোরক কঙ্গনা, সুশান্তের মৃত্যু নিয়ে করলেন চাঞ্চল্যকর মন্তব্য
Next articleপ্রবল ঝড়বৃষ্টির মধ্যে বাজ পড়ে মালদা, বীরভূম ও মুর্শিদাবাদে ৫ জনের মৃত্যু