কম সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে অথবা এক দেশ থেকে আরেক দেশে পৌঁছনোর একমাত্র বিকল্প বিমান।আকাশপথে সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কা নিয়ে গিয়েছিলেন রাবণ। রামায়ণ অনুযায়ী রাবণই ছিলেন শ্রীলঙ্কার শাসক। দ্বীপরাষ্ট্রের বিশ্বাস, বিমান ব্যবস্থার পথিকৃৎ ছিলেন রাবণ।

এই দাবিকে এবার স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকার৷ ইতিমধ্যে এ বিষয়ে গবেষণা শুরু করেছে শ্রীলঙ্কা। রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করেছে শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রক। এক বিজ্ঞাপনে দেশের সরকার জানিয়েছে,
‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্যের হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে। কোনও সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।