রাজস্থান বিধানসভার স্পিকারের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন শচিন পাইলট সহ ১৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক। দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না জানতে চেয়ে শো-কজ নোটিশ দিয়েছিলেন স্পিকার। সেই নিয়েই জমজমাট আইনি যুদ্ধ। মঙ্গলবার সম্ভবত এই মামলায় রায় ঘোষণা করবেন বিচারপতিরা। এর আগে রাজস্থান হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কংগ্রেস বনাম কংগ্রেসের এই সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার। পাইলট শিবিরের হয়ে আদালতে লড়াই করছেন মোদি জমানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা প্রখ্যাত দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থান সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। সোমবার রাজস্থানের স্পিকারের হয়ে সওয়ালে মামলার মেনটিবিলিটি চ্যালেঞ্জ করে বক্তব্য পেশ করেন সিংভি। অন্যদিকে পাইলটের হয়ে সওয়ালে সালভে বলেন, দলের ভিতর বিরুদ্ধ মত প্রকাশ করলেই বিধায়ক পদ খারিজ করা যায় না। এটা মত প্রকাশের স্বাধীনতায় অাঘাত।
