মাস্ক ছাড়া বাইরে বের হলেই মোটা জরিমানা শহরে

মাস্ক ছাড়া পথে বেরোলেই কড়া ব্যবস্থা নেবে পুলিস৷ একথা জানিয়েছেন নগরপাল অনুজ শর্মা। তিনি বলেছেন, মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই জরিমানা করা হবে। সকলের সাহায্য ছাড়া মহামারির বিরুদ্ধে জেতা কঠিন। ইতিমধ্যেই মাস্ক না পরার জন্য ১৬৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে লালবাজার। লকডাউন বিধি অমান্য ও প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে যথাক্রমে ১২৩ এবং ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মহামারি-প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুটি ট্যাবলোর উদ্বোধন করেন নগরপাল৷ এই গাড়ি দুটি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরবে। সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের কী কী করা প্রয়োজন, মাস্ক ব্যবহার কতটা জরুরি, তা প্রচার করা হবে। গানের মাধ্যমেও প্রচার চলবে।

Previous articleমধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন প্রয়াত
Next articleছত্তিশগড়ের কং মুখ্যমন্ত্রীকে আইনি ব্যবস্থার হুমকি ওমর আবদুল্লার, কিন্তু কেন?