UAE-তে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল- ২০২০, শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

প্রত্যাশা ছিলই। সেইমত বাতিল হয়ে গেল অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ। ফলে দরজা খুলল আইপিএলের। তবে করোনা ভাইরাসের কারণে চলতি বছরের মেগা টুর্নামেন্টে যে ভারতের বাইরে হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত করেই দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ১৩ তম আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে আরব দেশে IPL আয়োজনের জন্য মোদি সরকারের অনুমোদনের অপেক্ষায় BCCI।

কেন্দ্র সরকারের সবুজ সংকেত মিললেই আইপিএল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। সূত্রের খবর চলতি সপ্তাহের শেষেই বসতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আইপিএল চলবে ৮ নভেম্বর পর্যন্ত। তবে আইপিএল কোনভাবেই ছোট ফরম্যাটে করা হচ্ছে না বলেও জানা গিয়েছে বোর্ড সূত্রে।

Previous articleউদ্বেগ বাড়িয়ে কোয়েলের দ্বিতীয় টেস্টের রিপোর্টও পজিটিভ, তবে করোনা মুক্ত রঞ্জিত মল্লিক
Next articleচলতি সপ্তাহে বৃহস্পতি-শনির সম্পূর্ণ লকডাউনের গাইড লাইন রাজ্যের