একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ ঘোষণা, “কেন্দ্রের ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে৷ এসব বরদাস্ত করা হবে না৷”

নাম না করে বিজেপি’র বিরুদ্ধে তোপ দেগে
মমতা বলেছেন, “দিল্লির সরকার কয়েকটা ক্যাডার নিয়ে যা খুশি করে যাচ্ছে৷ সারাক্ষণ সর্বনাশের কথা৷ কেন্দ্রের ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে৷ ২০১৯-এ কয়েকটা আসন পেয়েছে বলে আস্ফালন করছে৷ বাংলার মানুষ এসব সহ্য করে না, করবেওনা৷”
