মাধ্যমিকের মার্কশিট বিলির দিন পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি করে জানাল পর্ষদ

২২ জুলাই এবং ২৪ জুলাই দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট। গত সপ্তাহে ঘোষণা করা হয় মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে ২২ এবং ২৩ জুলাই। ছাত্র-ছাত্রীদের বদলে তা দেওয়া হবে অভিভাবকদের হাতে। মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২৩ জুলাই বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে ওই দিন মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। তার পরিবর্তে দেওয়া হবে ২২ এবং ২৪ জুলাই।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ উল্লেখ করেছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। এক্ষেত্রে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য সূচি তৈরি করতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন প্রতিদিন কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষককে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট দিনগুলিতে স্কুলে উপস্থিত থাকতে গেলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। তবে কোনও শিক্ষকের বাড়ি কন্টেনমেন্ট জনে হলে সেক্ষেত্রে ছাড় পাবেন তিনি।

Previous articleপাঞ্জাবি ও জাঠদের বুদ্ধিসুদ্ধি কম! রসিকতার ছলে জাতিবিদ্বেষী মন্তব্য করে বিপাকে বিপ্লব, চাইতে হল ক্ষমা
Next articleএন-৯৫ মাস্কে উপকারের থেকে ‘ক্ষতিকারক’ দিকই বেশি! সতর্কতা কেন্দ্রের