সুশান্তকে গানে গানে শ্রদ্ধাজ্ঞাপন বলিউডের

গত ১৪ জুন হঠাৎই তাঁর চলে যাওয়ার খবর এসেছিল। থমকে গিয়েছিলেন তাঁর পরিবার থেকে অনুরাগীরা। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করলেন এক ঝাঁক শিল্পী। গানে গানে শ্রদ্ধা জানানো হবে তাঁকে। অনুষ্ঠানের খবর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ‘দিল বেচারা’-র পরিচালক মুকেশ ছাবরা।

মহামারি আবহে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বলিউডের শিল্পীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁর পরিবারের সদস্যরাও। ২২ জুলাই, বুধবার, দুপুর ১২টায় লাইভ মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেছে সোনি মিউজিক ইন্ডিয়া। সহযোগী ফক্স স্টার স্টুডিওজ ও ডিজনি হটস্টার। সুশান্তের শেষ ছবির নামেই রাখা হয়েছে অনুষ্ঠানের নাম -‘দিল বেচারা’। এর আর রহমান, অরিজিৎ সিংহ, মোহিত চৌহান, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানরা এদিন শ্রদ্ধা জানাবেন প্রয়াত অভিনেতাকে।এই অনুষ্ঠান দর্শকরা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টার ওয়েব প্ল্যাটফর্মে।