মহামারির জেরে বাতিল হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা

কোভিড-১৯ সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা ৷ শ্রী অমরনাথ শ্রীন বোর্ডের (SASB) পক্ষ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ৷ মঙ্গলবার অমরনাথ যাত্রা নিয়ে এক বিশেষ বৈঠকে বসেছিল জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী অমরনাথ শ্রীন বোর্ডের (SASB) CEO বিপুল পাঠক ও পুলিশের কর্তা ব্যক্তিরা ৷ করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে সেই কারণে সবদিক বিবেচনা করে এবছর যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ”ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমরনাথ শ্রীন বোর্ডের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফ্টট্যানান্ট গর্ভনর জে সি মুর্মু ও অন্য আধিকারিকরা ৷ করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে এই বছর অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷”

Previous articleরাজা মান সিং হত্যার বিচার শেষ হলো ‘মাত্র’ ৩৫ বছরে, দোষী সাব্যস্ত ১১ পুলিশ
Next articleরাজ্যে করোনা আক্রান্ত ছাড়ালো ৪৭ হাজার