ফের ডায়মন্ডহারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে হুগলি নদীর বাঁধে বড়সড় ফাটল ধরায় বন্ধ হয়ে গেল জাতীয় সড়কে যান চলাচল। ডায়মন্ডহারবার-বকখালি রুটে এর ফলে যাত্রী পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। প্রায় বছরখানেক আগেই ওই একই জায়গায় নদীবাঁধে ব্যাপক ধস নামায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় মাস তিনেক ধরে। রবিবার রাতে একই এলাকায় নতুন করে ধস নামায় উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। যদিও ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসন জানিয়েছে, যা হয়েছে তা বিপজ্জনক কিছু নয়। জরুরিকালীন ভিত্তিতে মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। মেরামতির কাজের জন্যই জাতীয় সড়ক আপাতত বন্ধ রেখে বাইপাস দিয়ে গাড়ি চলাচল করানো হচ্ছে। এদিকে দফতরের কর্তারা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় আসেন। জানা গিয়েছে, গতবছর ১ আগস্ট জাতীয় সড়কের একেবারে গায়েই নদীবাঁধে প্রায় ১০০ ফুট এলাকা জুড়ে ধস নামলে ওই এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ডায়মন্ডহারবার-কাকদ্বীপ রোড। সেচ ও পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে স্থায়ীভাবে জাতীয় সড়ক মেরামতের কাজ শেষ করা গেলেও বোল্ডার ফেলে স্থায়ী নদীবাঁধ মেরামতের কাজ এখনও চলছে। এর মধ্যেই নতুন করে বিপর্যয়ে উদ্বিগ্ন প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। জাতীয় সড়ক নতুন করে ফের ক্ষতিগ্রস্ত হওয়ায় তাই যান চলাচল আবার কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনই কিছু জানাতে পারেনি মহকুমা প্রশাসন। এদিকে নদীবাঁধে ভাঙ্গনের ফলে জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি তুলতে গেলে সোমবার সংবাদমাধ্যমকে বাধা দেওয়া হয়। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় কলকাতা মুখী গাড়িগুলিকে অস্থায়ীভাবে আপাতত হটুগঞ্জ- ডায়মন্ডহারবার স্টেশন বাজার বাইপাস দিয়ে চালানো হচ্ছে।
