বিদেশ থেকে এলে কোয়ারেন্টিনে যেতে হবে, খরচ দেবে কে? জানাল কেন্দ্র

মহামারির পরিস্থিতিতে  সতর্কতা বজায় রেখেই গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান চালু করেছে কেন্দ্র। ফ্রান্স, ব্রিটেনের বিমানও চালু করার দিকে এগোচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও তার খরচ কে বহন করবে তাই নিয়ে উঠছিল প্রশ্ন। এবার সেই উত্তর দিল কেন্দ্র।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিদেশ থেকে এদেশে আসার টিকিট কাটার সময়েই প্রতিটি যাত্রীকে একটি নির্দেশিকা পত্র গ্রহণ করে সই করতে হবে। সেটির পাঠানো হবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসেও।

কী থাকবে নির্দেশিকায়?

১) দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরেই কর্তৃপক্ষ যাত্রীর শারীরিক পরীক্ষা করবে।

২) সরকারি স্বাস্থ্যকর্মীরাও পরীক্ষা করবেন। এরপরেই তাঁদের সরাসরি যেতে হবে নির্দিষ্ট কোয়ারেন্টাইনের লোকেশনে।

৩) নিজেদের খরচেই কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। তবে এই বিষয়টিতে বলা হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়ম না মানলেও চলবে।  সেগুলি হল,

অন্তঃসত্বা, পরিজনের মৃত্যুতে আসা, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এমন যাত্রী, ১০ বছরের চেয়ে কম বয়সী সন্তান নিয়ে আসছেন এমন যাত্রীদের জন্য নিয়ম প্রযোজ্য হবে না। তবে, সেক্ষেত্রেও শারীরিক পরীক্ষা করা হবে।

Previous articleসাংবিধানিক সংকটের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজস্থানের স্পিকার
Next articleরাজ্য বিজেপির দিল্লি অভিযান : টার্গেট বিধানসভা ভোট, সঙ্গে মুকুল ইস্যুর সমাধান