ভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জেরে পেটে টান পড়েছে শিল্পীদের। এমনই অবস্থা যে, এক স্টেজের গায়ককে দেখা গিয়েছে রাস্তায় খাবার জিনিস বিক্রি করতে। কারণ সংক্রমণ রুখতে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারা বছর বিভিন্ন জায়গায় যারা স্টেজ শো করে থাকেন তাঁরা পড়েছেন সঙ্কটে। এই অবস্থায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এর জনসংযোগের পদ্ধতি দেখে ক্ষুব্ধ শিল্পীরা।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য মোহনপুর ব্লকে সভা করেন। অন্যদিকে হল ভর্তি মানুষের মধ্যে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই দুই সভা দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন স্টেজ শিল্পীরা। পূজা ভট্টাচার্য নামে এক শিল্পীর বক্তব্য, ” ভাইরাস শুধু আমাদের থেকে ছড়াবে তা তো নয়।” শিল্পী মোনালিসা দাসের কথায়, ” আমরা অনুষ্ঠান শুরু করলে প্রতিবাদ করতে পারবে না।”
