আইনজীবী প্রশান্ত ভূষণ ও টুইটারের বিরুদ্ধে সুয়োমোটো মামলা সুপ্রিম কোর্টের

বিচার বিভাগকে কলঙ্কিত করার অভিযোগে মঙ্গলবার আইনজীবী প্রশান্ত ভূষণ এবং টুইটার ইন্ডিয়ার বিরুদ্ধে সুয়োমোটো আদালত অবমাননার মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ বুধবার, ২২ জুলাই বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে৷

সম্প্রতি প্রশান্ত ভূষণ একটি টুইটে বলেছিলেন,
“CJI rides a (Rs) 50 Lakh motorcycle belonging to a BJP leader at Raj Bhavan Nagpur, without a mask or helmet, at a time when he keeps the SC in Lockdown mode denying citizens their fundamental right to access Justice.”
দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে’র একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছিলো৷ সেই ছবিতে দেখা গিয়েছিলো, প্রধান বিচারপতি নাগপুরের এক বিজেপি নেতার ছেলের বিলাসবহুল একটি হার্লে ডেভিডসন মোটরবাইকে বসে আছেন কোনও হেলমেট বা মাস্ক ছাড়াই৷ সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে পড়ার পর প্রশান্ত ভূষণের ওই টুইটও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ পরে প্রধান বিচারপতি সচিবালয় থেকে জানানো হয়,
প্রধান বিচারপতি ওই মোটর বাইক চালাননি৷ শুধুই হার্লে ডেভিডসন মোটরবাইকের অনুভূতি অনুভব করার জন্য বাইকে বসে ছিলেন। তিনি না’কি জানতেন না ওই মোটর বাইকের মালিক কে৷
তবে এটা এখনও পরিষ্কার নয় যে এই টুইটের জন্যই প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে, না’কি অন্য কোনও কারনে৷ বিচার বিভাগের সমালোচনা করার ব্যাপারে প্রশান্ত ভূষণের ‘খ্যাতি’ আছে৷ তিনি বলেছেন, “আমি জানি না আমার বিরুদ্ধে কেন এই মামলা হয়েছে৷”

Previous articleঅসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ২১০
Next articleসংক্রমণের শিকার শাহিনবাগের নেতা জেলবন্দি শারজিল ইমাম