এখনও ভাইরাস মুক্ত নন বিগ বি, নিজেই জানালেন টুইট করে

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে অমিতাভ বচ্চনের লালা রস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ ভাইরাস মুক্ত বলিউডের শাহেনশাহ। কিন্তু এই খবর যে একেবারেই ভুল তা নিজেই জানালেন টুইট করে। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, “এই খবর প্রচার ভুল এবং মিথ্যে।”

প্রসঙ্গত, ১১ জুলাই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিগ বি। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রত্যেকেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।