Thursday, November 13, 2025

ফের সামনে এল গণধর্ষণের ঘটনা। এবার আদিবাসী বধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠল হাড়োয়ায়। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মেছো ভেড়িতে গণধর্ষণ করা হয় তাঁকে। অর্ধনগ্ন অবস্থায় হাত, মুখ বেঁধে মেছো ভেড়ির পাশে ফেলে রেখে যাওয়া হয় ওই মহিলাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরির ছয়ানি বাজার সংলগ্ন এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয়রা।

জানা গিয়েছে, ছয়ানি বাজার এলাকায় গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষ লেগেই ছিল। বুধবার রাতে বোমাবাজিও হয় সেখানে। এই ঘটনায় বেশ কিছু মানুষ ভয় পেয়ে অন্যত্র চলে যান। সেই দলে ছিলেন নির্যাতিতার স্বামীও। তিনি খুঁজতে বেরোন তাঁর স্বামীকে। অভিযোগ, সেই সময় ওই মহিলাকে মন্টু কাহার, জগবন্ধু দাস ওরফে কেলো, শুকদেব দাস-সহ বেশ কয়েকজন গৃহবধূকে মেছো ভেড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে।

এদিন সকালে হাত-মুখ বাঁধা, অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতাকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় হাড়োয়া থানার পুলিশকে। মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এদিন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। স্থানীয়দের বক্তব্য, বুধবার রাতে পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে। শেষমেষ অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...
Exit mobile version