ফি কমিয়ে নজির তৈরি বাগবাজার উইমেন্স কলেজের

স্কুল ফি থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোর্স ফি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের সংঘাত চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফি মকুবের দাবিতে প্রায়ই বিরোধিতার চিত্র সামনে আসছে। এই অবস্থায় পথ দেখাচ্ছে বাগবাজার উইমেন্স কলেজ। ফি কমিয়ে নজির তৈরি করল কলেজ কর্তৃপক্ষ। এই ফি কমানোর জন্য উদ্যোগী হন কলেজের অধ্যক্ষা ড: মহুয়া দাস। মহামারি আবহে ছাত্রীদের স্বার্থে কোর্স ফি প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক স্তরে সাধারণ বিষয়ে কোর্স ফি ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবহারিক বিষয়গুলিতে ফি কমানো হচ্ছে ৪০-৫০ শতাংশ। অন্যদিকে ফ্রি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে স্নাতকোত্তর স্তরেও। ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, নিউট্রিশন, অ্যপলাইড সাইকোলজি এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে ২৫ শতাংশ ফি কমানো হয়েছে। অধ্যক্ষার এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শিক্ষা মহলেও। শিক্ষাবিদদের একাংশের মতে, এই দৃষ্টিভঙ্গি শিক্ষাকে প্রসারিত করতে সাহায্য করবে।

Previous articleলকডাউন করেও করোনা প্রতিরোধ অসম্ভব! দেবাশিস বিশ্বাসের কলম
Next articleকোচবিহারের রাস্তায় কড়া প্রশাসন, সচেতনতার অভাব বাসিন্দাদের